reporterঅনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর, ২০১৮

বুয়েটে তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা

তিন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। গত বৃহস্পতিবার বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বুয়েট শিক্ষক সমিতি এবং বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সরকার ২০১৮ সালে তিন বরেণ্য শিক্ষাবিদকে ‘জাতীয় অধ্যাপক’ মনোনীত করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ। ‘আমাদের সময় : শিক্ষা, সংস্কৃতি ও সাম্প্রতিক ভাবনা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জামান খান। জাতীয় অধ্যাপকদের কর্মময় জীবন নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, কবি মুহম্মদ নূরুল হুদা এবং বুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম এইচ খান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close