নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

আইডিইবি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে বাধা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলেও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একারণে সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদকের একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। বিকালে ওইপক্ষ মনোনয়নপত্র জমা দিতে গেলে সংগঠনের দোতলায় একটি কক্ষে তাদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আগামী ৫ নভেম্বর আইডিইবি নির্বাচন। গত বুধবার মনোনয়নপত্র দাখিলের দিন বিকাল ৫টার পর সভাপতি প্রার্থী বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আবদুর রব ভূইয়া, অপর সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিকসহ ১০-১২জন মনোনয়নপত্র জমা দিতে গেলে গেটেই তাদের বাধা দেওয়া হয়। এদের মধ্যে ফজলুল হক মল্লিক, মিজানুর রহমানসহ কয়েকজনকে দোতলায় সংগঠনের ঢাকা বিভাগের কার্যালয়ে আটকে রাখা হয়।

অপর প্রার্থী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মহাসচিব কাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, রাত সাড়ে ৭টা পর্যন্ত সভাপতি প্রার্থী ফজলুল হক মল্লিক এবং মিজানুর রহমানকে তারা খুঁজে পাননি। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে কোনো প্রতীকার পাওয়া যায়নি। রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কথা থাকলেও সাড়ে ৭টার পর গেট বন্ধ করে দেওয়া হয়।

এব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার সৈয়দ মুরাদ রেজা ‘কথা শোনা যাচ্ছে না’ বলে লাইন কেটে দেন। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অপর কমিশনার নির্মল চন্দ্র সিকদার এবং আইডিইবির ঢাকা জেলা শাখার সভাপতি খবির হোসেনের ফোনও বন্ধ পাওয়া যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close