ঢাবি প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৮

শাহবাগে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ

সাংবাদিকদের ওপর হামলাকারীর শাস্তি দাবি

সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার ‘আমরা সংবাদকর্মী’ এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহেদ সেলিম, প্রথম আলোর ফটোগ্রাফার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দেন পারভেজ খান ও বায়েজিদ আহমেদ। প্রতিবাদ কর্মসূচিতে পারভেজ খান বলেন, আমরা সব সময়ই চাই সাংবাদিকদের ওপর হামলার সুনির্দিষ্ট একটা বিচার হোক। আজ পর্যন্ত এ ধরনের ঘটনার কোনো বিচার আমরা পাইনি। বিচার না হওয়ার কারণে আজ এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যারা হামলাকারী, তারা পুলিশ নাকি কোনো দলীয় সংগঠনের কর্মী সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমি মনে করি যারা আমাদের ওপর হামলা করেছে, আমাদের পেশাগত কাজে বাধা দিয়েছে, তাদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের দুর্বৃত্ত ও সন্ত্রাসী হিসেবে দেখা হোক। বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হবে কিংবা কোনো দলীয় ছত্রছায়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই সুবিচার পাব বলে আশা করতে পারি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close