ঢাবি প্রতিনিধি

  ২৮ মে, ২০১৮

ঢাবি’র উপ-উপাচার্য হলেন অধ্যাপক মুহাম্মদ সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হলেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, রাষ্ট্রপতির সই করা নিয়োগের কপি শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এ বিষয়ে আজই আদেশ জারি করা হবে। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’ (ইউআইটিএস)-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপত সামাদ। এ ছাড়াও জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বে আছেন অধ্যাপক সামাদ।

এ বিষয়ে ঢাবি উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। অতি দ্রুত আনুষ্ঠানিক চিঠি চলে আসবে।’ উপ-উপাচার্য পদ থেকে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নিয়োগ পাওয়ার পর ৮ মাস ধরে এই গুরুত্বপূর্ণ পদটি খালি রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist