নিজস্ব প্রতিবেদক

  ০৪ মে, ২০১৮

স্মরণসভায় বক্তারা

শিক্ষাবিদ ফেরদাউস খান ছিলেন বিজ্ঞানমনস্ক মানুষ

ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব ও সাহিত্য জগতের অন্যতম পুরোধা ছিলেন মোহাম্মদ ফেরদাউস খান। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ শিক্ষাবিদ গান-কবিতা, নাটিকা, ছড়া ও অনুবাদ সাহিত্যের পাশাপাশি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনার ক্ষেত্রেও অবদান রেখেছেন। তিনি ছিলেন বিজ্ঞানমনস্ক। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ট্রাস্ট ট্রেনিং রুমে ফেরদাউস খান স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খানের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এম শমসের আলী, বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মুনসুর মুসা, কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদত, বুয়েটের সাবেক অধ্যাপক এম রিজওয়ান খান ও অধ্যাপক ইখলাস উদ্দীন বক্তব্য দেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিজ্ঞানের শিক্ষক পদে যোগদানের মাধ্যমে ফেরদাউস খানের কর্মজীবন শুরু হয়। এরপর তিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং স্বাধীনতা উত্তর ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোহাম্মাদ ফেরদাউস খান ১৯৮০ সালে একুশে পদক লাভ করে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist