খুলনা ও রাজশাহী প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি, ২০১৮

খুলনা-রাজশাহীতে ফোরজির যাত্রা শুরু

খুলনায় গ্রামীণফোন গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবা চালু করেছে। এ উপলক্ষে দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে ফোরজি যাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিচ আনুষ্ঠানিকভাবে ফোরজি চালু করার ঘোষণা দেন। গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট সৌরভ প্রকাশ এবং খুলনা বিজনেস সার্কেল প্রধান নাফিজ ইমতিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ফোরজি নেটওয়ার্ক সেবা চালু করেছে গ্রামীণফোন। গতকাল রোববার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে ফোরজি চালুর ঘোষণা দেন গ্রামীণফোনের হেড অফ ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান।

এ সময় তিনি বলেন, গ্রামীণফোন রাজশাহীর গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ফোরজি চালু হওয়ায় রাজশাহীর মানুষ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। এখন রাজশাহী শহরের নিউমার্কেট এবং আলুপট্টি এলাকায় ফোরজি চালু হয়েছে। এর আগে ফোরজি চালু উপলক্ষে অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা গান প্রদর্শন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist