ক্রীড়া ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৭

ফুটবল যেখানে গৌণ

কদিন পরপরই মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসীরা। তাদের এবারের শিকার স্পেনের কাতালান শহর। এই উপকূলবর্তী শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস র?্যামব্লাসে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছে জঙ্গিরা। অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন এ ‘সন্ত্রাসী হামলা’য়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এমন ঘটনার শোকে মুহ্যমান খেলার জগৎও। এই শহরের ক্লাব বার্সেলোনা, এস্পানিয়ল, লেভান্তের অনুশীলনে এর প্রভাবটা পড়ল।

স্প্যানিশ পত্রিকা এএস এমন দিনেও দায়িত্ব থেকে সরে আসেনি। তারা কর্তব্য মেনে ঠিকই কাল পত্রিকা বের করেছে, খেলার খবর দিয়েছে। সবাইকে খেলার দুনিয়ার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এটাও স্বীকার করে নিয়েছে যে, এমন দিনে খেলার খবর দেওয়াটা অর্থহীন। কাল পত্রিকা ছাপানোর বিষয়টি নিয়েই একটি প্রতিবেদন লেখা হয়েছে, শিরোনাম- ‘বেদনা দিয়ে বানানো এ খেলার পাতা’।

হামলার প্রতিবাদে বার্সেলোনার প্লাসা দি কাতালুনিয়ায় হাজার হাজার মানুষের সঙ্গী স্পেনের রাজা ফিলিপ ও প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তেমেউ। এমন মাতমের দিনে মেসিকে ভুলে যেতে হয় দলের খারাপ অবস্থার কথা। তাকে দেখা দিতে হয় একজন প্রতিবাদী হিসেবে। এমন ঘটনার সামনে দাঁড়িয়ে অসহায়ত্ব প্রকাশ করতে হয়। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও সাহস জোগাতে হয়, ‘ভালোবাসার বার্সেলোনায় এমন ভয়াবহ হামলার শিকার সব পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছি। সেই সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিচ্ছি। এমন ধ্বংসাত্মক আচরণের নিন্দা জানাচ্ছি। আমরা যারা শান্তিপ্রিয়, হিংসা-বিদ্বেষহীন জীবন ও সহনশীলতায় বিশ্বাসী, যারা পরস্পরকে সম্মান করি-তারা হাল ছাড়ব না।’

এমন দিনেই তো রোনালদোর মুখে শোনা যায় বার্সেলোনার জন্য ভালোবাসা। রোনালদো লিখেছেন, ‘বার্সেলোনার এমন খবরে আমি আতঙ্কিত। হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য রইল সমবেদনা। সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’ এ কারণেই এখন প্যারিসে আবাস নিলেও ভালোবাসা জানিয়েছেন নেইমারও, ‘ঈশ্বর পরিবারগুলোকে (হতাহতের) শান্তি দিক। বার্সেলোনার জন্য প্রার্থনা করি। বার্সেলোনার জন্য ভালোবাসা।’

জেরার্ড পিকে, সার্জিও রামোসসহ অধিকাংশ ফুটবলারই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন। শুধু ফুটবলারই নন, খেলার জগতের অন্য অ্যাথলেটরাও সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছেন। এমন দিনে সর্বশেষ ‘এল ক্লাসিকো’র বিশ্লেষণ কিংবা কোন খেলোয়াড় বার্সেলোনায় এলেন কিংবা কে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে-এমন খবর যে বাহুল্য মনে হয়!

তবু জীবন তো নিজের গতিতে চলে। কাল তাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়েছে লা লিগা। হামলায় হতাহত ব্যক্তিদের শ্রদ্ধায় প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছে দলগুলো। সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে ফুটবলের প্রতিবাদের একমাত্র ভাষা যে এটাই।

দিন শেষে পুরনো কথাটাই সামনে চলে আসছে। জীবন যেখানে মুখ্য, ফুটবল সেখানে গৌণ একটা ব্যাপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist