খেলা ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ইতিহাস গড়তে মরিয়া বার্সা

চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে বার্সাকে রীতিমতো রেকর্ড গড়তে হবে। যেকোনো রেকর্ড গড়ার সমার্থ্য বার্সার আছে। তবে এবারের রেকর্ডটি বার্সার জন্য বেশ কঠিনই বটে। পিএসজির মাঠে বড় ব্যবধানে হারায় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আশা প্রায় শেষ দেখছেন অনেকেই। কিন্তু এখনই হাল ছাড়তে রাজি নয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ইতিহাস গড়েই পরের পর্বে যেতে চাই দলটি।

গত মঙ্গলবার প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হারে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এ রকম পিছিয়ে থাকার পর ফেরার উদাহরণ আর নেই, কিন্তু তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। নিজেদের মাঠে ৮ মার্চ হতে যাওয়া ফিরতি লেগে ইতিহাস গড়ার লক্ষ্য তাদের।

‘আমরা যদি এই ক্লাবে ইতিহাস গড়তে চাই, তাহলে আমাদের অবশ্যই এই ব্যবধান ঘোচাতে হবে। আমাদের দল বিশ্বসেরা। যদি এমন কোনো দল থাকে যারা এই পরিস্থিতি পাল্টাতে পারে, সেটা বার্সেলোনা।’

ইউরোপ সেরার লড়াই থেকে এর আগে সবশেষ ২০০৭ সালে শেষ ষোলো থেকে ছিটকে পড়েছিল বার্সেলোনা। নয় বছর পর আবারও সেই পথে দলটি। ফিরতি লেগে প্রায় অসম্ভব কাজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুয়ারেজ, ‘শেষ ষোলোর (প্রথম লেগে) যেভাবে খেলে আমরা হেরেছি তা কঠিন ও বেদনাদায়ক। ফলে কোয়ার্টার-ফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেছে। তবে এটা দারুণ একটি চ্যালেঞ্জ।’

অনেকে এই হারের দায় কোচ লুইস এনরিকের ঘাড়ে চাপালেও তেমনটি ভাবছেন না সুয়ারেজ, ‘আমরা সবাই দায়ী। আমরা ভালো খেলতে পারিনি এবং যা ঘটেছে এর জন্য আমাদের সবাইকে দায় নিতে হবে।’

কেবল সুয়ারেজ নন, বার্সার পাশে দাঁড়িয়েছন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করা গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে বার্সেলোনা এখনো বিশ্বের সেরা দল।’

‘দ্বিতীয় লেগে আরও ৯০ মিনিটের খেলা বাকি আছে এবং যেকোনো কিছুই ঘটতে পারে। বড় পরাজয় ঘুচানোর মতো যদি কোনো দল থাকে, সেটা বার্সেলোনা।’

গার্দিওলা আরো বলেন, ‘বার্সেলোনা ১০ বছর ধরে ফুটবল বিশ্বটাকে শাসন করেছে। তাই সবার প্রতি আমার উপদেশ, বার্সেলোনাকে খুব বেশি সমালোচনা করবেন না। কেননা পূর্বে তারা সবাইকে ভুল প্রমাণিত করেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist