ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২০

এক গোলে লুকাকুর দুই রেকর্ড

চলতি মৌসুমটা অসাধারণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেওয়া রোমেলু লুকাকুর। আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। আগের দিনও ইউরোপা লিগের ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোল করেছেন তিনি। আর এ গোলে দুটি রেকর্ড গড়েছেন এ বেলজিয়ান।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পরশু রাতে লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামে ইন্টার। ২-১ গোলের ব্যবধানে জয় তুলে শেষ চারে নাম লেখায় ইতালির দলটি। ম্যাচে ১৫তম মিনিটেই বারেলার গোলে এগিয়ে যায় তারা। তবে লুকাকু গোলটি করেন ম্যাচের ২৪তম মিনিটে। এরপর অবশ্য লেভারকুসেনের পক্ষে একটি গোল শোধ করেন কাই হাভার্টজ।

এ গোলে টানা ৯টি ইউরোপা লিগে গোল করার অনন্য রেকর্ড গড়েন লুকাকু। এর আগে ২০১৫ সালে করা নিউক্যাসল ইউনাইটেড কিংবদন্তি অ্যালান শিয়েরার টানা আটটি ইউরোপা লিগে গোল দেওয়ার রেকর্ড গড়েছিলেন। এই গোলে আরো একটি রেকর্ড গড়েন লুকাকু। ইন্টারের পক্ষে চলতি ইউরোপা লিগে টানা ষষ্ঠ ম্যাচে গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করেন এ বেলজিয়ান।

আর রেকর্ড গড়েও বেশ বিনয়ী লুকাকু, ‘রেকর্ড তো রেকর্ড, তবে দলের জয়ে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেভারকুসেন দারুণ একটি দল এবং তাদের কোচও রয়েছে। আমরা শুরুতে অনেক ভুল করেছি, অনেক সুযোগ কাজে লাগাতে পারিনি। হয়তো আরো বেশি ব্যবধানে জিততে পারতাম। তবে আমরা উন্নতি করছি। আমাদের ফিনিশিংয়ে আরো নিখুঁত হতে হবে।’

চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ গোল দিয়েছেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৭-১৮ সালে ২৭টি গোল দিয়েছিলেন তিনি। এ মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলে ৩১টি গোল দিয়েছেন তিনি। যার মধ্যে ১৫টি অ্যাওয়ে গোল। এর আগে ৭০ বছর আগে ১৯৪৯-৫০ মৌসুমে ইন্টারের হয়ে এ পরিমাণ অ্যাওয়ে গোল করেছিলেন স্তেফানো নায়েরস।

আগামী ১৭ আগস্ট শাখতার দোনেস্ক এবং এফসি বাসেলের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে লুকাকুর দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close