ক্রীড়া ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

রিয়ালের ছন্দপতন

গোড়ালির চোট সারিয়ে নভেম্বরের পর প্রথম মাঠে নামলেন ইডেন হ্যাজার্ড। কিন্তু ক্লাবের সবচেয়ে দামি ফুটবলারের প্রত্যাবর্তনের দিনে লা লিগায় চ্যাম্পিয়নশিপের দৌড়ে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ব্যবধানে আটকে গেল লস ব্ল্যাঙ্কোসরা।

খেলার ৭ মিনিটে মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ইয়াগো আসপাস। অফসাইটের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠা-া মাথায় ডান পায়ের নিচু শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন স্মলভ। বিরতির পর ৫২তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। মার্সেলোর কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান ক্রুস। ৬৫তম মিনিটে রামোসের সফল স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলজিয়ান ফরওয়ার্ড আজারকে সেল্টা গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৫তম মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলও ছিল অনেকটা প্রথমটির মতো। এবার মাঝমাঠ থেকে বুদ্ধিদীপ্ত পাস দেন ডেনিস সুয়ারেস। অফসাইডের ফাঁদ গলে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিচু শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরওয়ার্ড মিনা।

২৪ ম্যাচে ১৫ জয় ও আট ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে গেতাফে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ৪ জয় ও ৯ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে উঠেছে সেল্টা ভিগো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close