ক্রীড়া ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০২০

অঘোষিত ফাইনালে স্মিথের শতক

সিরিজ নির্ধারণী ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ। তার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে সফরকারী অস্ট্রেলিয়া। ১১৭তম বলে সিঙ্গেল নেওয়ার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। মোহাম্মদ শামির বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৩২ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১৩১ রান করে আউট হন।

এদিন সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রানের রেকর্ড গড়েন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে ১০৬তম ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি। একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম (১৭তম) ব্যাটসম্যান হিসেবে চার হাজারি ক্লাবের সদস্য হন স্মিথ। ওয়ানডেতে সবচেয়ে কম তথা ৮১ ইনিংস খেলে দ্রুততম চার হাজারি ক্লাবের সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান মুসলিম ক্রিকেটার হাশিম আমলা।

সবশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক এ অধিনায়ক। এরপর বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরে তিন বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তবে ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্মিথের এটা তৃতীয় সেঞ্চুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close