ক্রীড়া প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৯

রোমাঞ্চিত সৌরভ

নিজ ঘরে স্বদেশের ঐতিহাসিক টেস্ট। সেটার আয়োজন নিয়ে সবচেয়ে রোমাঞ্চিত তো সৌরভ গাঙ্গুলীরই হওয়ার কথা। গতকাল ইডেন গার্ডেন্স পরিদর্শন শেষে সেই রোমাঞ্চের কথা জানাতে ভুললেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তিনি বোর্ড সভাপতি হওয়ার পরই যে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ভারত। শেষ মুহূর্তে প্রিন্স অব কলকাতার চিন্তাটাও তাই বেশি।

সম্পূর্ণ আয়োজনে একবার চোখ বুলিয়ে নিতেই কাল ইডেন গার্ডেন্সে হাজির সৌরভ গাঙ্গুলী। নিজ ভূমিতে ইতিহাস রচনা করতে তর সইছে না তার, ‘সব আয়োজন ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কাজ চলছে, ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট নিয়ে রোমাঞ্চিত। টিকিট নিয়েও কথা আছে।’

স্টেডিয়ামজুড়ে এখন এক চঞ্চলতা বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোলাপি ইডেনকে বরণ করে নিতে। কাল মাস্কট পিংকুর সঙ্গে ছবিও তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। রং-বেরঙের আলোয় আবহে ছেয়ে গেছে গোটা স্টেডিয়াম পাড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close