ক্রীড়া ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৯

স্পেনের কোচ হতে পারেন এনরিকে!

লুইস এনরিকেকে আবারও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। চাইলে ২০২০ ইউরো কাপের জন্য দলটির দায়িত্ব নিতে পারেন অভিজ্ঞ এই কোচ। ফেডারেশন সূত্রে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। গত আগস্টে ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে এনরিকের ৯ বছর বয়সি মেয়ে জানা। ক্যানসারে আক্রান্ত মেয়ের পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মার্চে স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করেন এনরিকে। মাত্র হাতেগোনা কয়েকজন ছাড়া বাইরের সবার কাছে অজানা ছিল তার চাকরি ছাড়ার কারণ। এদের মাঝে ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসও।

সে সময়ই রুবিয়ালেস জানিয়েছিলেন, এনরিকের দুঃসময়ে পাশে থাকবেন তিনি। এনরিকের জন্য সবসময়ই খোলা থাকবে স্পেন জাতীয় দলের দরজা। নিজের করা প্রতিজ্ঞা পূরণে তাই এনরিকেকে আবারও পুরোনো পদে ফিরিয়ে আনতে চান রুবিয়ালেস। আর এনরিকে আসলে জায়গা হারাতে পারেন রবের্তো মরেনো। এনরিকের সহকারী কোচ ছিলেন তিনি। মূল কোচ সরে যাওয়ায় লা রোজাদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। মরেনোর অধীনে সাত ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা, টিকিট পেয়েছে ২০২০ ইউরোর মূলপর্বেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close