ক্রীড়া ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৯

নতুন ভূমিকায় ওয়াটসন

ক্রিকেটারদের সঙ্গে প্রশাসকদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার নজির ক্রিকেট বিশ্বে নেহাত কম নেই। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের প্রশাসকের চেয়ারে বসায় যে রীতিটি শুরু হয়েছে, তা এই দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে পারে বলে বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটমহলের। কুমার সাঙ্গাকারার এমসিসি সভাপ্রতি নিযুক্ত হওয়া, সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি পদে আসীন হওয়া সেই নতুন যুগেরই সূচনা লগ্ন বলে বিবেচিত হচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলো শেন ওয়াটসনের নাম।

যদিও ওয়াটসন সরাসরি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্দরমহলে ঢুকে পড়েননি। বরং তিনি অত্যন্ত প্রভাবশালী অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নিযুক্ত হলেন। সিডনিতে এসিএর বার্ষিক সাধারণ সভায় সংস্থার নতুন সভাপতি নিযুক্ত হন ওয়াটসন। ১০ সদস্যের বোর্ডে ওয়াটসন ছাড়াও তিন নবনিযুক্ত ডিরেক্টর হলেন প্যাট কামিন্স, ক্রিশ্চেন বিমস ও সাবেক অজি তারকা স্থালেকর। এ ছাড়া বোর্ডের বাকি সদস্যরা হলেন গ্রগ ডায়ার, অ্যারন ফিঞ্চ, অ্যালিসা হিলি, মইসেস হেনরিক্স, নেইল ম্যাক্সওয়েল ও জানেত টর্নি । নতুন দায়িত্ব নেওয়ার পর ওয়াটসন জানান, ‘নতুন দিশায় এগিয়ে চাল এসিএ’-এর সভাপতি নিযুক্ত হয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমার আগে যারা দায়িত্বে ছিলেন, তাদের শূন্যস্থান যথাযথ পূরণ করতে আমাকে এবং আমি অত্যন্ত উত্তেজিত যে খেলাটা আমাকে জীবনে সবকিছু এনে দিয়েছে। সেই ক্রিকেটকে নতুন করে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে খুশি। কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার সাবেক মহিলা ক্রিকেটার মেলানি জোনসকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ডিরেক্টর নিযুক্ত করেছে। জোনস এ বছরই অস্ট্রেলিয়ার অন্যতম নাগরিক সম্মান মেডেন অফ দ্য অর্ডার অব অস্ট্রেলিয়ার ভূষিত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close