reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০১৯

বিপাকে সেওয়াগ

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বিতর্কিত ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে ইমরান খানকে নিয়ে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠে। সে সমালোচনায় যোগ দেন বিরেন্দর সেওয়াগও। তবে ইমরান খানের সমালোচনা করতে গিয়ে ‘বিরু’ এবার বিপাকে পড়লেন।

জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের টক শো’তে অংশ নিয়েছিলেন ইমরান। সেখানে টক শো’র সঞ্চালক ইমরানকে প্রবল ভর্ৎসনা করেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ছোড়া হয়। মুহূর্তে সেই ভিডিও ফুটেজ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

সেই ফুটেজ টুইটারে শেয়ার করে সেওয়াগ লেখেন, ‘সঞ্চালক বললেন, ইমরানের কথা লোহার ঢালাইকরের মতো। তিনি নিজেকে অপমানিত করার নিত্য-নতুন উপায় খুঁজে বের করছেন।’ আর এতেই বিপত্তিটা বেঁধেছে। অনুষ্ঠানের সঞ্চালক ‘ভোটার’ শব্দটা এমনভাবে উচ্চারণ করেছেন, যা অনেকটা ‘ওয়েল্ডার’-এর মতো শোনায়; যার অর্থ লোহার ঢালাইকর। আর ইংরেজির এ ভুল উচ্চারণ নিয়েই ইমরান খানকে ট্রল করতে গিয়ে বিপাকে পড়লেন সাবেক ভারতীয় ওপেনার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close