reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৯

স্বর্ণপদক

গত মাসে যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সার্কিটে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন হিমা দাস। ২ জুলাই থেকে যে স্বর্ণের দৌড় শুরু হয়েছিল হিমার, তার রেশ জারি রেখে চেক প্রজাতন্ত্রের মাটিতে আবারও স্বর্ণ জিতে নিলেন আদরের ‘ঢিং এক্সপ্রেস’। অ্যাথলেটিকি মিতিনিক রেইটার ইভেন্টে রোববার রাতে ৩০০ মিটার ইভেন্টে স্বর্ণের মেডেল গলায় ঝুলিয়েছেন আসামের মেয়ে হিমা। শুধু হিমাই নন, পরশু ভারতকে স্বর্ণপদক এনে দিয়েছেন তারকা স্প্রিন্টার মোহম্মদ আনাসও। পুরুষদের ৩০০ মিটার দৌড়ে তিনিও সেরা হয়েছেন। তবে আনাসের চেয়েও ভারতের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বসিত তরুণী হিমার ধারাবাহিক সাফল্যে। বিগত ৪৭ দিনে এই নিয়ে বিদেশের মাটিতে ষষ্ঠ স্বর্ণ জয় করলেন হিমা। সবার আগে দৌড় শেষ করার পর এদিন টুইটারে স্বর্ণপদক গলায় পোডিয়ামে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন হিমা। অন্যদিকে উচ্ছ্বসিত আনাসও টুইট করে স্বর্ণ জয়ের খবর জানান অনুরাগীদের। জাতীয় রেকর্ডধারী আনাস কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার ইভেন্টে যোগ্যতাও অর্জন করে ফেলেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close