ক্রীড়া ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৯

রুটের ভাবনায় এখন শুধুই অ্যাশেজ

বিশ্বকাপ উদ্যাপনের রেশ না কাটতেই আসন্ন অ্যাশেজ নিয়ে ভাবতে শুরু করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার লড়াইয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় আত্মবিশ্বাস। এমনটা মনে করেন রুট। এদিকে, ওয়ানডের পর এবার টেস্ট ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, এ দলটার ৩ ফরম্যাটেই সেরা হওয়ার সব সামর্থ্য আছে।

পেশাদারিত্ব এমনই। বিশ্বকাপ জিতেই কি আর বসে থাকা যাবে। মর্যাদার লড়াই অ্যাশেজ নিয়েও ভাবতে হবে। ইংলিশরা করছেও তাই। একদিকে, উদ্যাপনের রেশ এখনো কাটেনি। অন্যদিকে, অ্যাশেজ নিয়ে পরিকল্পনাও চলছে সমানতালে। মরগান দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। এবার সাদা পোশাকে শ্রেষ্ঠত্ব দেখানোর পালা। অধিনায়ক জো রুটের আসল পরীক্ষা। বিশ্বকাপে ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করা রুট দারুণ আত্মবিশ্বাসী। হওয়ারই তো কথা। বিশ্বকাপ জিতলে আর কী লাগে?

টেস্ট অধিনায়ক জো রুট বলেন, এটি সব সময় বিশেষ অর্জন। এখন সবাই উজ্জীবিত। এমন মুহূর্তে যখন একটি টেস্ট সিরিজ শুরু হয়, তখন সবাই মানসিকভাবে চাঙা থাকবে এটাই স্বাভাবিক। এটাই আমাদের অ্যাশেজ জিততে অনুপ্রেরণা জোগাবে। বিশ্বকাপের সেমিতে অজিরা পাত্তাই পায়নি ইংলিশদের কাছে। সেই এজবাস্টনেই শুরু হবে এবারের অ্যাশেজ। অস্ট্রেলিয়াকে হারাতে এটাও যে বাড়তি শক্তি জোগাবে ইংলিশদের। পহেলা আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ইংলিশ বন্দনা চলছেই। সাবেকরাও রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন মরগানদের। সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, তিন ফরম্যাটেই সেরা হওয়ার যোগ্যতা আছে ইংল্যান্ডের। চার বছর ধরে যেভাবে ক্রিকেট খেলছে বেন স্টোকসরা, তাতে তরুণ প্রজন্ম খেলাটার প্রতি আরো আগ্রহী হবে বলে তার বিশ্বাস। সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, অসাধারণ একটা সময় কাটছে। এ ধারা ধরে রাখলে আর শেষ চার বছর ছেলেরা যেখানে ক্রিকেট খেলছে, সেভাবে খেললে আমার বিশ্বাস তিন ফরম্যাটে ইংল্যান্ডই হবে সেরা দল। সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও ইংল্যান্ডের সামনে চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ। আর কদিন পরই তো অ্যাশেজ। ভন মনে করেন, এ দলটাই ইংল্যন্ডের সেরা দল। তরুণদের বড় অনুপ্রেরণা হতে পারেন রুট-আর্চাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close