ক্রীড়া ডেস্ক

  ২৩ জুন, ২০১৯

ইতিহাস বদলাতে পারবেন মরগান?

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২১২ রানে মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড। স্বভাবতই এমন পরাজয়ে হতাশ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

বড় জুটি গড়তে না পারাকেই ইংল্যান্ডের হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন মরগান, ‘জিততে হলে বড় জুটি খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। একটা বড় না হোক, কয়েকটা মাঝারি মাপের জুটি হলেও এই ম্যাচ বেরিয়ে আসত।’

জোফরা আর্চার আর মার্ক উডের নেতৃত্বে এদিন দারুণ বোলিং করে ইংল্যান্ড। বিশাল রান তাড়া করা যাদের কাছে মুড়ি-মুড়কির মতো ব্যাপার, সেই তারা মামুলি লক্ষ্য নিয়ে চিন্তিত থাকবেন কেন? ক্ষোভ নিয়েই তাই মরগান জানান, ‘ওরা আরো চল্লিশ-পঞ্চাশ রান তুললেও না হয় একটা কথা ছিল। আমাদের প্রত্যেকে ভালো ব্যাট করে। বড় জুটি গড়ার ক্ষমতা আমাদের প্রত্যেকের ছিল।’ তবে এই হার নিয়ে বিশেষ চিন্তিত নন মরগান, ‘দেখুন, হারলে আমরা সচরাচর দ্বিগুণ উদ্যমে ফিরে আসি। মঙ্গলবারও আমরা স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ঢঙেই খেলব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close