ক্রীড়া ডেস্ক

  ১৬ মে, ২০১৯

বিশ্বকাপে কেন কার্তিক ব্যাখ্যা দিলেন বিরাট

অভিজ্ঞতায় ঋষভ পান্টকে পেছনে ফেলে বিশ্বকাপের বিমানে টিকিট হাতে পেয়েছেন দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনির ব্যাক-আপ হিসেবে কার্তিককে বিশ্বকাপে দলে রাখার কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক বিরাট কোহলি।

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে দ্বাদশ বিশ্বকাপে আসর। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করেন ৫ জুন। বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দলে ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন ডিকে। কিন্তু পান্টকে নাÑ রাখার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

ব্যাটিং দক্ষতায় পান্ট অনেক বেশি কার্যকর বলে মনে করেন সাবেকদের অনেকেই। কিন্তু পান্টের থেকে কার্তিককে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। পান্টের থেকে উইকেটকিপিং ও ব্যাটিং দক্ষতা কার্তিক দলে সুযোগ পেয়েছে মন্তব্য করেছিলেন নির্বাচক প্রধান।

সেই সুরেই অধিনায়ক কোহলিও বলেন, ‘চাপের মুখে কার্তিক দলকে জেতানোর ক্ষমতা রাখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close