ক্রীড়া ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

কোহলির প্রশংসায় এবি ডি ভিলিয়ার্স

আইপিএলে টানা আট বছর একসঙ্গে খেলছেন বিরাট কোহালি ও এবি ডি ভিলিয়ার্স। একে অপরকে চেনেন খুব ভালো করেই। ভারতীয় তারকা সম্পর্কে বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিরাটের (কোহলি) প্রতিভা কখনো ফিকে হবে না। ওর জাত চিরকাল থেকেই যাবে।’

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান ও উইকেটকিপার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেন কোহলির সঙ্গে। জুটি বেঁধে ব্যাটও করেছেন বহুবার। অধিনায়কের সঙ্গে ব্যাট করতে পছন্দও করেন ‘মিস্টার থ্রি সিক্সটি’। তিনি বলেছেন, ‘আমরা দুজনই লড়াকু। হারতে একেবারেই ভালোবাসি না। একসঙ্গে ব্যাট করতে ও দলকে জয় এনে দিতেও পছন্দ করি।’

ডি ভিলিয়ার্স গত বছর মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে কোহলিকে এখনই থামানো যাবে না বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেছেন, ‘ওর ব্যক্তিত্ব ও মানসিক শক্তিই বিরাটকে বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার করে তুলেছে। কিন্তু ও তো মানুষ। সব ক্রিকেটারের মতোই ওরও দুঃসময় আসবে। তখন ওকে ক্রিকেটের মৌলিক জায়গায় ফিরে গিয়ে নিজেকে আবার ফিরিয়ে আনতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে দুনিয়া জুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন ডি ভিলিয়ার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়াও তিনি নিজের দেশের টি-টোয়েন্টি লিগেও খেলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close