ক্রীড়া ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৯

কোয়ার্টার ফাইনালে চেলসি-আর্সেনাল

ঠিক যেন শেষ ৩২-এর পুনরাবৃত্তি করল আর্সেনাল। ইউরোপা লিগের প্রথম লেগে হেরেও উত্তর লন্ডনের ক্লাবটি ওঠেছিল শেষ ষোলোতে। এই পর্বেও তাই ঘটল। প্রথম লেগে রেনেঁর মাঠে ৩-১ গোলে হেরেছিল উনাই এমেরির দল। পরশু দ্বিতীয় লেগে সেই হারটা পুষিয়ে নিল গানাররা।

ঘরের মাঠ এমিরেটসে ফরাসি ক্লাবটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে গেল ইংলিশ ক্লাবটি। পরশু দলের ৩ গোলের দুটিই করেছেন পিয়েরি-এমেরিক আউবামেয়াং। তার ২ গোলের ফাঁকে ১৫ মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোলটি করেছেন মেইতল্যান্ড নিলেস।

শেষ আটে আর্সেনালের সঙ্গী হয়েছে প্রতিবেশী ক্লাব চেলসি। গানারদের চেয়েও এদিন বড় জয় তুলে নিয়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। পরশু ডায়নামো কিভের মাঠে তাদেরই ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। প্রথম লেগে এই দলটাকেই ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্লুজরা। সার্বিকভাবে তারা জিতল ৮-০ গোলে!

দ্বিতীয় লেগের ম্যাচে চেলসির বড় জয়ের নায়ক অলিভার জিরার্ড। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি এই স্ট্রাইকার। অন্য গোল দুটির মালিক আলোনসো ও হাডসন ওডয়র। লন্ডনের দুই ক্লাবটির সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফেভারিট নাপোলি। কাল সালসবুর্কের মাঠে ৩-১ গোলে হেরেও কোয়ার্টারে ওঠে গেছে ইতালিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে শেষ আটে উঠেছে নাপোলি। তবে বিদায় নিয়েছে আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর পরশু সান সিরোতে ফ্র্যাঙ্কফুর্টের কাছে ১-০ গোলে হেরেছে তারা। শেষ আটে যারা : চেলসি, নাপোলি, আর্সেনাল, সেভিয়া, ফ্র্যাঙ্কফুর্ট, বেনফিকা, ভ্যালেন্সিয়া, ভিয়ারিয়াল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close