ক্রীড়া ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

চ্যাম্পিয়নস লিগে নিষ্প্রাণ রাত

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের চরিত্রের গঠনটা বেশ অদ্ভুত বলতে হবে। তার ভয়-ডর বলতে কিছু আছে কি না সন্দেহ। নইলে ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে ড্র করার পরও কেউ কি এমন নির্ভার হাসতে পারে! পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অল রেডরা গোলশূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কিন্তু তা নিয়ে একদম চিন্তিত নন ক্লপ। উল্টো আশ্বাস দিলেন, ‘আতঙ্কিত হইও না।’ কোয়ার্টার ফাইনালে যেতে হলে বায়ার্ন মিউনিখের জয়ের বিকল্প নেই। তবে গোলশূন্য ছাড়া যে কোনো ড্র হলেই উৎরে যাবে লিভারপুল। লিভারপুলের আতঙ্ক হতে পারে, ম্যাচটা যে প্রতিপক্ষের মাঠে! গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচ খেলে তিনটিতেই যে হেরেছে ইংলিশ ক্লাবটি! পরশু রাতের অন্য ম্যাচটাও গোল দেখল না। ঘরের মাঠে শিরোপা প্রত্যাশি বার্সেলোনাকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে অলিম্পিক লিওঁ। ১৩ মার্চ দুই দলের ফিরতি ম্যাচ হবে ন্যু-ক্যাম্পে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close