ক্রীড়া প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

প্রিমিয়ার লিগ

শেখ রাসেল শেখ জামালের ড্র

গোলরক্ষকদ্বয় যখন নায়কবনে যান তখন ম্যাচের চিত্রটা পরিষ্কার হয়ে যায়। আপ্রাণ চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। পরিণামÑ দেড় ঘণ্টার লড়াইটা থেকে গেছে নিষ্ফলা। কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ধানমন্ডির দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ড্রয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট শেখ রাসেলের। ১ ম্যাচ বেশি খেলা শেখ জামালের পয়েন্ট ১১।

ম্যাচের সপ্তম মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামালের। ডেভিদ ব্রুসের বাড়ানো বলে আর্জেন্টাইন ফরওয়ার্ড সুসিয়ানো ইমানুয়েল পেরেসের শট ফিরে আসে পোস্টে লেগে। ৩৩ মিনিটে শেখ রাসেলের উজবেকিস্তানের ফরওয়ার্ড আজিজভ আলিশেরের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। ৬ মিনিট পর দলটির আরেক ফরওয়ার্ড মোহাম্মদ খালেকুজ্জামানের শট বাইরের জাল কাঁপায়। এভাবেই একের পর এক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয়েছে দুই দল। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close