ক্রীড়া ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

ভবিষ্যদ্বক্তা জাভি

২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হবে জানিয়ে বিখ্যাত হয়ে গিয়েছিল পল নামের অক্টোপাস। ২০১৪ বিশ্বকাপে মার্কাস নামের এক শূকরও চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল জার্মানিকে। দুই প্রাণীর কথায় সত্যি হয়েছিল। এবার তাদের ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছেন জাভি হার্নান্দেজ।

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এশিয়া কাপে কাতার শিরোপা জিতবে হিসেবে ভবিষ্যদ্বাণীয় দিয়েছিল। সাবেক বার্সেলোনা তারকার কথা বৃথা যায়নি। জাপানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি।

গো বেজান নামে ইরানের এক ক্রীড়ামাধ্যম তাদের অফিসিয়াল টুইটার পেজে ফাইনাল শুরুর আগে লিখেছিল, ‘জাভি হার্নান্দেজ ভবিষ্যদ্বাণী করেছে যে কাতার জিতবে।’ ১৭ বছর ন্যু-ক্যাম্পে কাটিয়ে বর্তমানে এই ৩৯ বছর বয়সি মিডফিল্ডার খেলছেন কাতারের ক্লাব আল সাদে।

তবে ভবিষ্যদ্বাণীর মতো আরেকটি চমকপ্রদ সংবাদ অপেক্ষা করছে। মেসি পরবর্তী কাতালানদের হাল ধরার জন্য শিগগিরই বার্সার বোর্ডরুমে দেখা যেতে পারে এই কিংবদন্তি স্পেনিয়ার্ডকে। ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে বার্সেলোনায় সভাপতি নির্বাচন। বর্তমান সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউয়ের বিপক্ষে নির্বাচন করবেন ব্যবসায়ী ভিক্টর ফন্ত। তার নির্বাচনী ইশতেহারের বড় চমক হচ্ছে, ভবিষ্যতে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে জাভিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close