ক্রীড়া ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

শেষ আটেই শেষ জুভেন্টাস

ইতালিয়ান কাপের শিরোপা ধরে রাখার মিশন শেষ হয়ে গেছে জুভেন্টাসের। পরশু রাতে ঘরের মাঠে টানা চারবারের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে আটালান্টা। ইতালিয়ান ক্লাবটি সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল ১৯৬২-৬৩ মৌসুমে। আর চার মৌসুমে প্রতিবার সিরি’এ ও ইতালিয়ান কাপ জেতা জুভেন্টাসের এবার বিসর্জন দিতে হচ্ছে ঘরোয়া ডাবল শিরোপা।

আটালান্টার বিপক্ষে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল তুরিনের বুড়িরা। ডিসেম্বরে লিগে এই মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল তুরিনের বুড়িরা। উজ্জীবিত ৩৭ মিনিটে ডি-বক্সের মুখ থেকে ডান পায়ের জোরালো শটে আটালান্টাকে এগিয়ে দেন টিমোথি। ২ মিনিট পরই বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন দুভান সাপাতা। কলম্বিয়ান ফরওয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন ৮৬ মিনিটে।

গত ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৭ গোল করলেন সাপাতা। ইতালিয়ান কাপের আরেক ম্যাচে রোমাকে ৭-১ গোলে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফিওরেন্তিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close