ক্রীড়া ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৮

আজ শুরু দ্বিতীয় টেস্ট

পার্থেও ভারতের দুই প্রতিপক্ষ

প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত। অ্যাডিলেডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা। ওই ম্যাচে উইকেট থেকে ভালোই সহায়তা পেয়েছে ভারতীয়রা। কিন্তু আজ থেকে শুরু হওয়া পার্থ টেস্টে তেমনটা নাও পেতে পারেন কোহলিরা। ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা এমনই। শুধুই উইকেট এবং প্রতিপক্ষই নয়, ভারতকে লড়তে হবে ইতিহাসের বিরুদ্ধেও। কারণ পার্থে ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস মোটেই স্বস্তি দেওয়ার মতো নয় বরং তা উদ্বেগ বাড়ানোর মতোই।

ওয়াকায় ভারত এখন পর্যন্ত খেলেছে চার টেস্ট। তার মধ্যে হেরেছে তিনটিতে। জিতেছে মাত্র একটিতে। ৭২ রানে সেই জয় এসেছিল ২০০৮ সালে অনিল কুম্বলের নেতৃত্বে। ‘ম্যাঙ্কিগেট’ কান্ডের জন্য বিতর্কিত সেই সিরিজে এই একটাই টেস্ট জিতেছিল ভারত।

পার্থে ভারত প্রথম টেস্ট খেলে ১৯৭৭ সালে। সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতে দুই উইকেটে। ১৯৯২ সালে মোহাম্মদ আজহারউদ্দিনের ভারতকে ৩০০ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ২০১২ সালে ভারতকে ইনিংস ও ৩৭ রানে হারায় অজিরা। তবে সদ্য অ্যাডিলেড টেস্ট জিতে আসা কোহলির দল রয়েছে আত্মবিশ্বাসের শিখরে। পার্থে যতই গতিময় ও বাউন্সযুক্ত উইকেট থাক, কোহলি ভরসা রাখছেন ভারতীয় পেস আক্রমণের ওপর। ঘোষিত ১৩ জনের দলে রাখা হয়েছে পাঁচ পেসারকেই। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহরা দক্ষতার শীর্ষে আছেন বলেই ঘোষণা থাকছে পক্ষ থেকে। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘আমরা নার্ভাস থাকার চেয়ে বেশি উত্তেজিত। কারণ এমন পিচে বিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মতো পেস আক্রমণ আমাদের রয়েছে। পেস আক্রমণ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

টিম পেইনের দলের বিপক্ষে মানসিক চাপের খেলায় নেমে ভারত অধিনায়ক এরপর বলেন, ‘দক্ষতার শীর্ষে রয়েছে এমন জোরে বোলারদের পাওয়া সব সময়ই দুর্দান্ত ব্যাপার। একজন ব্যাটসম্যান হিসেবে এটা আবার অনুপ্রাণিত করার মতোই যে ভালো পারফরম্যান্স করতে পারলে দুর্দান্ত বোলিং আক্রমণ তো আছেই বাকি কাজটার জন্য। আমরা জানি, ঠিকঠাক ব্যাট করলে নিশ্চিতভাবেই প্রত্যাশিত ফলাফল পাব।’

অতীত বলছে অস্ট্রেলিয়া সফরে এসে গতিময় বাউন্সি উইকেটে সমস্যায় পড়েছিল ভারত। আজ থেকে পার্থে কোহলির দলও সবচেয়ে গতিময় ও বাউন্সযুক্ত উইকেটে নামছে পরীক্ষায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছিল ওয়াকার কিউরেটরকে। ভারত যে ঘাসের পিচে খেলার চ্যালেঞ্জ নিচ্ছে, তা জানিয়ে দিয়ে কোহলি বলেছেন, ‘পিচ যা দেখলাম, তাতে খুশি। আশা করছি পিচ থেকে ঘাস ছেঁটে ফেলা হবে না। সে ক্ষেত্রে প্রথম তিন দিন কুব আকর্ষক হতে চলেছে। আর দলগতভাবে তাতে আমরা আনন্দিত। ব্যাটসম্যানদের শৃঙ্খলা দেখাতে হবে, দেখাতে হবে ইতিবাচক মানসিকতাও।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close