ক্রীড়া ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০১৮

‘পুরস্কারের যোগ্য ছিলেন রোনালদো’

পুরস্কারটা কার হাতে যাচ্ছে, তা সম্ভবত আগেই জেনে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর পুরস্কার তালিকার সেরা তিনে থাকলেও অনুষ্ঠানে যাননি জুভেন্টাস ফরওয়ার্ড। বিপুল ভোটে সিআর সেভেনের রাজত্বটা কেড়ে নিয়ে ব্যালন ডি’অর জিতেছেন তারই একসময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মডরিচ। তবে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি মনে করেন, পুরস্কারটি পাওয়ার জন্য যোগ্য ছিলেন রোনালদো। কোচ অ্যালেগ্রি জানান, রোনালদো ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য ছিল। তবে ষষ্ঠবারের মতো পুরস্কারটি না পাওয়াটা তার শিষ্যকে আরো অনপ্রাণিত করবে বলেও বিশ্বাস তার। ইতালিয়ান কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে সে যা করেছে, তার জন্য আমি মনে করি সে ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। সে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। সত্যি বলতে বিশ্বকাপে সে পর্তুগালের হয়ে বেশি দূর যেতে পারেনি। এর পরও আমি মনে করি, সে এটার যোগ্য ছিল।’

গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর দলটির হয়ে এ পর্যন্ত ১৮ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close