ক্রীড়া প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০১৮

ভাঙা আঙুল নিয়েই খেলবেন মুশফিক

শুক্রবার থেকে শুরু হচ্ছে মিরপুর। কিন্তু এক ম্যাচে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। বুধবার নেট অনুশীলনে হাতের আঙুলে চোট পেয়েছেন টাইগারদের অভিজ্ঞ ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। যদিও মুশফিকের চোটের কী অবস্থা, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক জানালেন, আঙুল ভেঙে গেলেও খেলবেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মুশফিকের জন্য অবশ্য চোট নিয়ে খেলা তেমন নতুন কিছু নয়। এশিয়া কাপে পেইন কিলারের সাহায্যে পাঁজরের চোট নিয়েই খেলেছিলেন তিনি। তবে এবারের আঙুলের চোটটা অবশ্য ততটা গুরুতর মনে হচ্ছে না। দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুশফিককে নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তিনি বলেন, ‘স্বাভাবিক এক্স-রে। কোনো চিড় পাওয়া যায়নি। আর কিছু আছে কি না তা কাল (বৃহস্পতিবার) বুঝা যাবে। আজ (বুধবার) সে অনুশীলন করেনি, বিশ্রাম দেওয়া হয়েছে।’

গতকাল মুমিনুল হকও শোনালেন আশার বাণী। এমনকি আঙুল ভেঙে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটিতে মাঠে নামবেন মুশফিক, এমনটাই জানিয়েছেন তিনি। তার চোট নিয়ে মুমিনুল বলেন, ‘ইনশাআল্লাহ, আমার মনে সে হয় ভালো আছে। আমি যতটুকু জানি আঙুল ভেঙে গেলেও সে খেলবে। আমার মনে হয় সম্ভবত ভাঙে নাই, হয়তো ভালো আছে।’

এমনিতে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই দলের অন্যতম অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্ট খেললেও চোটের কারণে মিরপুর টেস্ট খেলতে পারছেন না ইমরুল কায়েস। চোটের কারণে মুশফিকুর রহিমকে না পেলে ব্যাটিং লাইন আপটা যে নড়বড়ে হয়ে যাবে তা ভালো করেই জানেন টাইগাররা। অবশ্য চোট থেকে ফিরেই চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জিতলেও ফিল্ডিংয়ে বেশ কয়েকটি ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ের উন্নতির জন্য কি কাজ হয়েছে অনুশীলনে? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সবাই তো কাজ করছে, যার যার মতো সবাই কাজ করছে। আপনারা হয়তো দেখেছেন। দেখা যাক মাঠে কি হয়।’

ক্যাচ মিসের বিষয়ে জানতে চাইলে কিছুটা বিব্রতই শোনালো মুুমিনুলের কণ্ঠ। বললেন, ‘কঠিন প্রশ্ন করেছেন, আটকে গেলাম। আমার কাছে মনে হয় যে আমরাও ওই জিনিসটা ওভারকাম করার চেষ্টা করছি। আগামী ম্যাচে ওই জায়গাটায় আরো উন্নতি করার চেষ্টা করব। বিশেষ করে ক্লোজ ক্যাচিংগুলো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close