ক্রীড়া প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৮

মেয়েদের আশার বাণী শুনালেন সালাউদ্দিন

দেশের মেয়েদের ফুটবল মানেই বছরের পর বছর আবাসিক ক্যাম্পে রেখে অনুশীলন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া। মেয়েদের লিগ চালু হয়েছিল কিন্তু বেশ কয়েক বছর ধরে তা বন্ধ। ঘরোয়াভাবে এখন নারী ফুটবল প্রতিযোগিতার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। সরকার যে ‘বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় বালিকা টুর্নামেন্ট’ করে সেটাই দেশের নারী ফুটবলার তৈরির একমাত্র ভরসা।

মেয়েদের ফুটবল নিয়ে যেকোনো অনুষ্ঠানেই লিগের কথাটি আসে। বাফুফে কর্মকর্তাদের প্রশ্ন শুনতে হয় মেয়েদের ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে। প্রশ্নটা উঠল কাল ঢাকা ব্যাংকের সঙ্গে বাফুফের ছয় বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন শুনিয়েছেন আশার কথা। নতুন বছরে মেয়েদের লিগ আয়োজনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন কাল। তবে লিগ শুরুর জন্য তিনি ক্লাবগুলোর ভূমিকাকেই বড় করে দেখছেন, ‘আমরা তো আয়োজক। এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি, আরো করব। লিগের জন্য কমপক্ষে সাত-আটটি ক্লাব থাকতে হবে। আমরা ঘোষণা দিলাম, দেখা গেল ক্লাবগুলো খেলল না। এটা আরো খারাপ দেখাবে।’

আগামী বছর মেয়েদের লিগ শুরুর উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, ‘নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লিগ শুরু করার চেষ্টা করব। লিগ শুরু হলে তো নারী ফুটবলেরই লাভ হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close