ক্রীড়া ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

নেইমারের জন্য বার্সার দরজা খোলা

শুক্রবার ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের পর সাংবাদিকরা নেইমারকে জিজ্ঞেস করে বসেন, ‘বার্সেলোনাতে ফেরত যেতে চান কিনা?’ জবাবে পিএসজির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কোনো উত্তর করেননি ঠিকই, কিন্তু পুরনো ক্লাবের প্রতি যে একটা ভালোবাসা এখনো লুকনো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের, সেটা বুঝতে দেরি হয়নি সংবাদ কর্মীদেরও।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। প্যারিসে পা দিয়ে পুরনো ক্লাবকে জড়িয়ে অনেক অভিমানের কথাই বলেছিলেন তিনি। তবে তার এমনভাবে চলে যাওয়াকে অপমান হিসেবেই মনে করেন অনেক বার্সাকর্তা।

সেই বরফ গলতে শুরু করেছেন এখন। বার্সার স্পোর্টিং ডিরেক্টর পেপ সেগুরা জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের অপমান সত্ত্বেও, ফিরতে হলে নেইমারকেই সব করতে হবে এবং তার দিক থেকেই এগিয়ে আসতে হবে।’

নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন আরো জোরালো হয়েছে ডন ব্যালনের এক প্রতিবেদনে। ব্রাজিলিয়ান তারকা নাকি সতীর্থদের জানিয়েছেন, সার্জিও রামোস যে দলে আছেন সেই দলে কোনোভাবেই খেলতে রাজি নন তিনি! রামোস রিয়াল মাদ্রিদের অধিনায়ক অর্থাৎ লস বাঙ্কোসদের হয়ে খেলার ইচ্ছে নেই নেইমারের।

রিয়ালে যদি না খেলেন, তবে নেইমারের জন্য একটি দলই বাকি থাকল তাকে স্পেনে ফেরানোর জন্য। দলটি বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, গত গ্রীষ্মে বার্সায় ফেরার ইচ্ছে জানিয়েছিলেন নেইমার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close