ক্রীড়া ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০১৮

রিয়ালেই থাকছেন সোলারি

সান্তিয়াগো বার্নাব্যু ইয়াস্তে। নামটা কী একটু পরিচিত লাগছে? ইউরোপের ক্লাব ফুটবল যাদের কাছে কিঞ্চিৎ পরিচিত তাদের অবশ্য অপরিচিত থাকার কথা নয়। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নামটি একবার মনে করুন তো? হ্যাঁ, এই লস ব্লাঙ্কোস কিংবদন্তির নামেই রিয়ালের ঘরের মাঠের নামকরণ করা হয়েছে সান্তিয়াগো বার্নাব্যু। সে যাক, সময় গড়িয়ে সান্তিয়াগো পৃথিবীকে বিদায় জানিয়েছেন ১৯৭৮ সালে। তবে মৃত্যুর ৪০ বছর পরে রিয়াল ভরসা করার মতো পেয়েছে আরেকজন সান্তিয়াগোকে। সান্তিয়াগো সোলারি। বুট জোড়া তুলে রাখার পর কোচ হিসেবে শুরু করেন নতুন অধ্যায়। ২০১৬-১৮ পর্যন্ত দায়িত্ব নেন রিয়াল ‘বি’ দলের। কিন্তু হাত মকশো করার সময়টা আর পেলেন কই তিনি! মাত্র ৪২ বছর বয়সেও রিয়ালের দায়িত্ব সামলাতে নেমে পড়তে হলো সোলারিকে।

চলতি মৌসুমে একের পর এক ব্যর্থতায় ডুবতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তার মধ্যে ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর চাকরি হারান হুলেন লোপেতেগি। স্প্যানিশ কোচকে বরখাস্তের পর রিয়াল প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব তুলে দেন সোলারির কাঁধে। দায়িত্ব নেওয়ার

পরপরই রিয়ালকে চার ম্যাচ জয় এনে দিয়েছে সোলারি।

স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো কোচ ১৫ দিনের বেশি অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকতে পারেন না। মেয়াদ ১৫ দিনের বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাকা হয়ে যায়। গতকাল ছিল সোলারির সেই ১৫তম দিন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে এর মধ্যেই সোলারির সঙ্গে করা চুক্তির একটা কপি পাঠিয়ে দিয়েছে রিয়াল, যাতে নিশ্চিত হয়েছে, অন্তত এই মৌসুমের জন্য সোলারিই হচ্ছেন রিয়ালের ‘বস’।

সোলারির অধীনে রিয়াল এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। সেই চার ম্যাচে রিয়াল খেলোয়াড়রা গোল করেছে ১৫টি। রিয়ালের ১১৬ বছরের ইতিহাসে কোনো কোচের অধীনেই প্রথম চার ম্যাচে এত গোল দেখেননি। সোলারির অধীনে বেল-বেনজেমা-আসানসিওরাও ফর্মে ফেরার

ইঙ্গিত দিচ্ছে। দেখার বিষয়, সোলারি লা লিগার পয়েন্ট টেবিলের ৬ নাম্বারে থাকা রিয়ালকে তুলে আনতে পারেন কিনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close