ক্রীড়া ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৮

এল ক্যাশিকোতে কাভানির বাজিমাত

২০১৬-১৭ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছিল মোনাকো। গত মৌসুমে মোনাকোকে হারিয়েই শিরোপা পুনরুদ্ধার করে প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু চলতি মৌসুমে শিরোপার স্বপ্ন দেখা দূরে থাক, রেলিগেশনের শঙ্কা এড়াতেই হিমশিম খেতে হচ্ছে মোনাকোর। পরশু ছিল ফ্রেঞ্চ ক্যাশিকো। কিন্তু ঘরের মাঠ স্তাদে লুইসে লড়াই তো করতেই পারেনি, উল্টো বিধ্বস্ত ৪-০ গোলে চির প্রতিদ্বন্দ্বী পিএসজির বিপক্ষে উড়ে গেছে মোনোকো।

এই হারে মোনাকোর নতুন কোচ থিয়েরি অঁরির কপালে দুশ্চিন্তার ভাঁজটা আরেকটু বাড়ল। অথচ অনেক স্বপ্ন নিয়ে ঘরে ফিরেছিলেন ফরাসি কিংবদন্তি। কিন্তু দলের এমন অবস্থায় অঁরির চাকরিটাও ঝুলছে সুতোর ওপর। তবে চাকরির ব্যাপারটা নিয়ে ভাবছেন না অঁরি। যেখানে মোনাকোর মাকি ভøাদিমির ভাসিলিয়েভ জানিয়ে দিলেন, ‘ও (অঁরি) মোনাকোতে এসেছে দীর্ঘ সময়ের জন্য। ও একজন লড়াকু অগ্নিযোদ্ধা নয়।’

দলের পারফরম্যান্স নিয়ে মোনাকোর ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের দলে তেমন চোটগ্রস্থ খেলোয়াড় নেই। কিন্তু আমাদের ভাগ্যের অভাব আছে।’

চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এডিনসন কাভানি। উরুগুইয়ান ফরওয়ার্ডের গোল তিনটি এসেছে ৪, ১১ ও ৫৩ মিনিটে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা ৪-০ করেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

দলের দুর্দান্ত জয় ও সতীর্থ কাভানির হ্যাটট্রিক, নেইমারের কণ্ঠে ছিল সন্তুষ্টি। ম্যাচ শেষে সেলেকাও ফরওয়ার্ড কাভানিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘গোলের জন্য আমি খুব, খুব খুশি এবং বিশেষ করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায়। এডির হ্যাটট্রিক... শুধু ও নিজে খুশি নয়, আমরাও ভীষণ খুশি ও গোলগুলোর জন্য। ও আমাদের নাম্বার নাইন।’

ফ্রেঞ্চ লিগে ১৩ ম্যাচে মাত্র

সাত পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে মোনাকো। সিংহাসনে বসা পিএসজির সঙ্গে তাদের পার্থক্য ৩১ পয়েন্ট। পিএসজি এই জয়ে ইউরোপ লিগে অপরাজিত থাকার

রেকর্ডটি আরেকবার বাড়িয়ে নিয়েছে। শেষ ১৩ ম্যাচে প্রত্যেকটিতে জয় পাওয়া কোচ টমাস টুখেলের শিষ্যদের পয়েন্ট ৩৯।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close