ক্রীড়া প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০১৮

টেস্ট দলে ফিরছেন তুষার!

হেসেই চলছে সৌম্য এনামুলের ব্যাট

জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর হেসেই চলছে এনামুল হক ও সৌম্য সরকারের ব্যাট। জাতীয় ক্রিকেট লিগের আগের রাউন্ডে দুজনই সেঞ্চুরির আভাস দিয়ে ফিরে গেছেন সাজঘরে। কাল থেকে শুরু হওয়া লিগের পঞ্চম রাউন্ডেও তিন অঙ্কে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এনামুল ও সৌম্য। দুর্ভাগ্য তাদের, একজনও যেতে পারেননি তিন অঙ্কে। শতকের আশা জাগিয়েছিলেন তুষার ইমরানও। তিনিও উইকেট ছেড়েছেন সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে।

তবু কালকের রাতটা তুষারের জন্য ভালোই কেটেছে বলতে হবে। ঘরোয়া ক্রিকেটে কয়েক বছর লড়াইয়ের পর জাতীয় দলে ফেরার একটা জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে তার। কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তুষার।

তুষার-সৌম্য-এনামুলের ব্যাটিং দৃঢ়তায় কাল খুলনায় প্রথম স্তরের ম্যাচে প্রথম দিনে রাজশাহী বিভাগের বিপক্ষে সাত উইকেটে ২৮১ রান করেছে খুলনা বিভাগ। আগের রাউন্ডের মতো এবারও ৫৬ রানে ফিরেছেন এনামুল। ওই ম্যাচের দুই ইনিংসে ৭৬ ও ৭১ রানের পর এবার সৌম্য করেছেন ৬৬ রান। এর মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের জার্সিতে ১০২ রানে হার না মানা সেঞ্চুরি করেছিলেন সৌম্য। দল থেকে বাদ পড়ার পর কী দারুণভাবেই না জ্বলে উঠেছেন বাঁ-হাতি ওপেনার। কাল শতকের আভাস দিয়েও পারেননি। আউট হয়েছেন তিন অঙ্ক থেকে ৩৪ রান দূরে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড সেঞ্চুরিয়ান ও সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার কাল ফিরেছেন ৭১ রানে। এই রানস্রোতই তুষারের জাতীয় দলের দরজাটা প্রায় খুলে দিচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষেই ফিরতে পারেন তিনি।

লিগের অন্য ম্যাচে প্রথম দিনে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৮ রানে গুটিয়ে গেছে ঢাকা বিভাগ। ঢাকাকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক ১৭ বছর বয়সী নাঈম হাসান ১০৬ রানে তুলে নিয়েছেন আট উইকেট। এই সংস্করণে বাংলাদেশের কোনো অফ স্পিনারের এটি তৃতীয় সেরা বোলিং।

ওদিকে জ্বলে উঠেছেন সোহাগ গাজীও। রংপুরে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে কাল পাঁচ উইকেট নিয়েছেন তিনি। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে রংপুর গুটিয়ে গেছে ১৪৭ রানে। বরিশাল বিভাগ দিন শেষ করেছে দুই উইকেটে ৩৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর বিভাগ-বরিশাল বিভাগ

রংপুর ১ম ইনিংস : ১৪৭, ৭৪ ওভার; (মারুফ ১১, রাকিন ৪৬, মাহমুদুল ১১, নাঈম ৩৯, সোহরাওয়ার্দী ২, তানবীর ২, ধীমান ৮, সাজেদুল ০, রবিউল ১৭, সঞ্জিত ৪*, শুভাশিস ২, কামরুল রাব্বি ০/২৮, তৌহিদ ১/১৫, তানভির ০/১৮, মোসাদ্দেক ১/৩১, মনির ২/১১, সোহাগ ৫/৪০)।

বরিশাল ১ম ইনিংস : ৩৫/২ , ১৪ ওভার; (শাহরিয়ার ০, রাফসান ১৪*, শামসুল ২, আল আমিন ৮*; শুভাশিস ২/১৩, রবিউল ০/১১, সঞ্জিত ০/৬, মাহমুদুল ০/০)।

খুলনা বিভাগ-রাজশাহী বিভাগ

খুলনা ১ম ইনিংস : ২৮১/৭, ৮১ ওভার; (মেহদি ১১, এনামুল ৫৬, সৌম্য ৬৬, তুষার ৭১, আফিফ ১৪, সোহান ২৫, জিয়াউর ৩৭*, নাহিদুল ০, মইনুল ১*; শফিউল ১/৫১, ফরহাদ রেজা ২/৩৭, সাকলাইন ০/৪৬, মুক্তার ১/৪৩, ফরহাদ হোসেন ০/১৬, সানজামুল ৩/৭৬, মায়শুকুর ০/৯, সাব্বির ০/৬)।

ঢাকা বিভাগ-চট্টগ্রাম বিভাগ

ঢাকা ১ম ইনিংস : ২৮৮/১০, ৮৮ ওভার; (সাইফ ৪১, মজিদ ৭২, রকিবুল ১৭,

শুভাগত ৫৭, তাইবুর ৪, নাদিফ ৪, নাজমুল ৩৫, মোশাররফ ২, মাহবুবুল ২২*, শাহাদাত ৩৪, শাকিল ০, ইরফান ১/২০, রানা

০/৪০, ইফতেখার ০/৩৩, নাঈম ৮/১০৬, শাখাওয়াত ১/৮৯)

সিলেট বিভাগ-ঢাকা মেট্রো

সিলেট ১ম ইনিংস : ২৯২/৯, ৯০ ওভার; (ইমতেয়াজ ৩১, সাহনাজ ৬০, জাকির ৫০, রাজিন সালেহ ১০, অলক কাপালি ২০, শাহনুর ৫৪, জাকির ১৫, এনামুল জুনিয়র ৫, আবু যায়েদ ২৬, শাহিদুল ১/৫০, কাজি অনিক ২/৫৩, সৈকত আলি ১/২৫, আরাফাত সানি ২/৬০, আসিফ ১/৪৩, আশরাফুল ২/৫৬)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close