ক্রীড়া প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০১৮

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য

দলে জায়গাটা পাকাপোক্ত করার সুযোগটা সৌম্য সরকার পেয়েছিলেন এশিয়া কাপের শেষ সময়ে ডাক পেয়ে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। ফর্মহীনতায় ধুঁকতে হয়েছে তাকে।

এই দুঃসময়ের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সৌম্য। তাকে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। তাও আবার অধিনায়ক হিসেবে। তাই বাদ পড়াটা একদিকে সুযোগ হয়েও এলো তার জন্য। জাতীয় দলের সতীর্থরা এখন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সৌম্য সেখানে খেলছেন জাতীয় লিগে। লিগে অবশ্য

হাসছে তার ব্যাট। দ্বিতীয় রাউন্ডের খেলায় সেঞ্চুরি করেছেন। চতুর্থ রাউন্ডেও রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির আভাস দিয়েছিলেন। তবে নিজেকে প্রমাণের জন্য বিবিসির

অধিনায়ক হিসেবে একদিনের প্রস্তুতি ম্যাচে সুযোগ পাচ্ছেন সৌম্য। যার অর্থ দাঁড়ায় নির্বাচকদের নজরেই আছেন তিনি।

অবশ্য বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়াটা এবারই প্রথম নয় সৌম্যের। ২০১৬ সালের

অক্টোবরে দুইদিনের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে খেলেছিলেন বাঁ-হাতি ওপেনার। নেতৃত্বের আত্মবিশ্বাস সৌম্য কীভাবে কাজে লাগান সেটাই এখন দেখার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close