ক্রীড়া প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০১৮

এক মাসের মধ্যে মাঠে নামতে পারেন সাকিব

হাতের আঙুলের অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সাকিব আল হাসান। স্বস্তির খবর হচ্ছে সার্জনের ছুরির নিচে শায়িত হতে হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে। এক মাসের বিশ্রামেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কথা সাকিবের। সেই আশা নিয়েই কাল দেশে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আশার কথা শুনিয়েছেন তিনি।

বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব বলেছেন, ‘অবস্থা এখন আগের চেয়ে ভালো। হাতের আঙুলের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। কিন্তু প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষা করে দেখতে হবে।’ আপাতত অস্ত্রোপচার লাগছে না। অস্ত্রপচার করাতে হবে কিনা এটুকু নিশ্চিত হতে ছয় থেকে ১২ মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অস্ট্রেলিয়ান চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন সাকিব। এর আগে অস্ত্রোপচার করালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য স্বস্তির খবর হচ্ছে অস্ত্রোপচার ছাড়া ব্যাট হাতে মাঠে নামতে বাধা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। এখন প্রশ্ন হচ্ছে সাকিব কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিয়ে। ফেরার নির্দিষ্ট দিনক্ষণের কথা বিশ্বসেরা অলরাউন্ডার নিজেও জানেন না সাকিব। তিনি শুধু সুখবরটাই দিলেন, ‘ভালো খবর হচ্ছে সার্জারি ছাড়াই আমি খেলতে পারব। এখনই অস্ত্রোপচার করা যাবে না। আমি এবং আমার ফিজিও ভাবছি অস্ত্রোপচার ছাড়া কীভাবে সুস্থ হয়ে মাঠে ফেরা যায়।’

আগামী মাস থেকেই অনুশীলন শুরু করবেন সাকিব। এখন হাতে আগের মতো ব্যথাও নেই। একই সঙ্গে আগের মতো হাতেও জোর পাচ্ছেন না সাকিব। তার মধ্যে এখন শুধুই ফেরার তাড়না, ‘আমি এখন ভালো অনুভব করছি। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। তবে কবে ফিরতে পারব তা নিশ্চিত করে বলা কঠিন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই খেলা শুরু করে দেব। কিন্তু

আবারো যদি ব্যথা শুরু হয় তাহলে সেটা হবে আমার জন্য দুর্ভাগ্যজনক।’ মাঠে ফিরতে এখনই পুনর্বাসন পক্রিয়া শুরু করে দিয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চলবে সাকিবের ফেরার পক্রিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close