ক্রীড়া ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৮

মাত্র ২৬ রানে অলআউট!

হতে পারে চীন বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ কিংবা অর্থনৈতিকভাবে দ্বিতীয় বৃহত্তম দেশ। এরপরও চীনারা অন্তত একটা ব্যাপারে অনেক পিছিয়ে। সেটা হলো ক্রিকেট। যে কারণে নেপালের মতো ছোট দেশও তাদের মাত্র ২৬ রানে অলআউট করে দিতে পারে। ম্যাচ জিতে নিতে পারে ১১ বল খেলেই।

ঘটনাটি বুধবারের এবং তা ছিল বিশ্ব টি-টোয়েন্টি প্রতিযোগিতার বাছাই পর্বের। অবশ্য ক্রিকেটে চীনের দুর্বলতা এই প্রথম নয়। এর আগেও তারা সিঙ্গাপুরের কাছে হারের সময় ২৬ রানে অলআউট হয়েছিল। এ ছাড়াও থাইল্যান্ড, ভুটান ও মিয়ানমারের বিরুদ্ধে যথাক্রমে ৩৫/৯, ৪৫ ও ৪৮ রানের বেশি করতে পারেনি চীনা ক্রিকেটাররা।

টি-টোয়েন্টির আন্তর্জাতিক দুনিয়ায় সর্বোচ্চ সংগ্রহটি হলো ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তোলা ২৬৩/৩। এ হিসেবে চীনের জন্য ক্রিকেট এখনো সুদূরের ব্যাপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close