ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

পাকিস্তান ম্যাচে দুর্দান্ত ক্যাচ

ফুলে গেছে মাশরাফির আঙুল

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

স্বপ্নের শিরোপার শেষ ধাপে চলে এসেছে টাইগাররা। অথচ টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গেছেন তামিম ইকবাল। অলিখিত সেমিফাইনালে খেলতে পারেননি সাকিব আল হাসানও। দুইজনের অনুপস্থিতির পরও বাংলাদেশ জিতেছে মাশরাফির দুর্দান্ত নৈপুণ্যে। এতে শুধু নেতৃত্বগুণই নয়, দল নির্বাচনেও অবদান আছে মাশরাফির। আবুধাবির প্রতিকূল কন্ডিশনে ম্যাচজুড়ে দলকে উজ্জীবিত করে গেছেন তিনি। এ ছাড়া ড্রেসিংরুমেও সাহস জুগিয়েছেন। খেলোয়াড় মাশরাফি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ছড়িয়েছেন আলো। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ১৩ রানের কার্যকর ইনিংস খেলার পর বল হাতে ছিলেন মিতব্যয়ী। উইকেটশূন্য থাকলেও সাত ওভারে মেডেনসহ গড়ে ৪.৭৫ রান দিয়েছেন মাশরাফি।

তবে সব ছাপিয়ে পাদ প্রদীপে চলে এসেছেন ফিল্ডার মাশরাফি। পরশু পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন মাশরাফি। অনেকটা বাজপাখির মতো উড়াল দিয়ে শোয়েব মালিকের ক্যাচটা নিয়েছেন তিনি। রুবেল হোসেনের বলে শট মিড উইকেটে মাশরাফির চোখ ধাধানো ক্যাচে ৩০ রানে থেমে যায় বিপজ্জনক হয়ে ওঠা শোয়েব।

প্রায় অবিশ্বাস্য এই ক্যাচটা নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফুলে যায় মাশরাফির। কাল টিম হোটেলে আঙুলে ব্যান্ডেজ বাঁধা বাংলাদেশ অধিনায়কের দেখা মিলল। জানালেন ব্যথার তীব্রতা। আজ ভারতের বিপক্ষে ব্যথানাশক নিয়ে মাঠে নামবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close