ক্রীড়া ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

জাপান-চিলির ম্যাচ বাতিল

গতকাল শক্তিশালী ভূমিকম্পে আরেকবার কেঁপে উঠেছে জাপান। দ্বীপরাষ্ট্রটির হোকাইডোতে ৬.৭ মাত্রার ভূমিকম্পে বাতিল করা হয়েছে জাপান বনাম চিলির প্রীতি ম্যাচ। ভূমিকম্পের আঘাতে মারা গেছে ৭ জন। আহত হয়েছে শতাধিক। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। কঠিন এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হতে যাওয়া প্রীতি ম্যাচটি বাতিল করেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেপিএ)।

সংস্থাটির সভাপতি তাশিমা কোহজো এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে দেশের এই পরিস্থিতিতে সাপোরোর প্রীতি ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল বিরতিতে ২টি প্রীতি ম্যাচ খেলার সূচি ছিল জাপানের। চিলির বিপক্ষে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর শঙ্কায় তৈরি হয়েছে কোস্টারিকার বিপক্ষে ওসাকার মঙ্গলবারের ম্যাচটি ঘিরেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close