ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

ম্যালকমের মধুর প্রতিশোধ

নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ফুটবলে সবচেয়ে আলোচিত ঘটনা হলো, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যালকমের বার্সেলোনায় যোগদান। গ্রীষ্মকালীন দলবদলকে কেন্দ্র করে ইতালিয়ান ক্লাব এ এস রোমারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রোমার সঙ্গে মৌখিক চুক্তি হওয়ার পরও বার্সায় যোগ দেয় ব্রাজিলিয়ান উঠতি তারকা ম্যালকম। তাতে বার্সার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও করে ক্লাব রোমা। কিন্তু শেষ মুহূর্তে ম্যালকমের রোমায় যোগ না দেওয়ার কারণ জানালেন তার এজেন্টরা। বার্সায় যোগ দেওয়াকে প্রতিশোধ হিসেবে দেখছেন ম্যালকম ও তার এজেন্টরা।

কাল এক স্প্যানিশ গণমাধ্যমের সাক্ষাৎকারে ফুটবল ম্যালকমের এজেন্ট লিওনার্দো কোর্নাচিনি জানায়, রোমাকে নিয়ে ম্যালকম অখুশি ছিলেন। তিনি বলেন, ‘রোমা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাই ম্যালকম ইউ টার্ন নিয়ে বার্সায় যোগ দিয়েছে।’

গত জুলাইয়ে ৪৫ মিলিয়ন পাউন্ডে বার্সার সঙ্গে চুক্তি করেন ব্রাজলিয়ান ফরওয়ার্ড। তারপরই উঠে আসে রোমার সঙ্গে ম্যালকমের চুক্তির কথা। তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে ফুটবল অঙ্গনে। সেই চুক্তি নিয়ে কোর্নাচিনি বলেন, ‘রোমার সঙ্গে চুক্তি হয়েছিল তা সত্যি। তবে তাদের দুর্ব্যবহারের কারণে রোমায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন ম্যালকম।’

ফুটবল এজেন্টরাও রোমার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনে। তারা এই চুক্তিকে প্রতিশোধ হিসেবে দেখছেন। কোর্নাচিনি আরো বলেন, ‘আমার বলতে দুঃখ হচ্ছে। রোমার চুক্তির ১০ দিন আগে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ফলশ্রুতিতে আমরাও এই পদক্ষেপ নিয়েছি। ম্যালকম এখন বার্সার সঙ্গে চুক্তি করে বেশ আনন্দিত।’

বার্সার জার্সি গায়ে এরই মধ্যে অভিষেকেও হয়ে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। তবে দলে জায়গা করে নেওয়ার জন্য বেশ কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হতে হবে ম্যালকমকে। উসমান ডেম্বেলের দলে থাকায় তার সেরা একাদশে থাকা কঠিন হবে। যদিও ইয়ারি মিনা, আন্দ্রেস গোমেজ, পোলিনহো এবং লুকাস ডিগনেরা বার্সা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close