ক্রীড়া প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপ

প্রস্তুত হয়নি স্টেডিয়াম

সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ এখনো প্রস্তুত নয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ফ্লাডলাইটে অধিকাংশ ম্যাচ হলেও খেলা পরিচালনার জন্য ন্যূনতম আলো পাওয়া যাবে না জানিয়েছে বাফুফে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে নীলফামারী স্টেডিয়াম। ঈদের আগেই শেষ হবে মাঠের সংস্কার কাজ। সাফ চ্যাম্পিয়নশিপের বাকি নেই এক মাসও। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। তবে মূল সমস্যা মিটছে না পুরোপুরি। ফ্লাডলাইট থেকে ১২০০ লাক্স আলো পাওয়ার কথা থাকলেও পাওয়া যাবে ১ হাজার লাক্স। বাফুফে বলছে, এই আলো দিয়ে খেলা চালানো কঠিন হবে না।

সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দল। ২৭ আগস্ট বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা হবে নীলফামারী স্টেডিয়ামে। কিছুদিন আগে সংস্কার হয়েছে স্টেডিয়ামটি। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। নিরাপত্তা নিয়েও নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এর আগে যশোরে ফুটবল আয়োজন করে সফল হয়েছে বাফুফে। এবার উত্তরবঙ্গে ফুটবলকে ছড়িয়ে দিতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close