ক্রীড়া প্রতিবেদক

  ২০ এপ্রিল, ২০১৮

শিরোপা অক্ষুণ্ন রাখার স্বপ্ন বাংলাদেশের

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় আসরেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্বাগতিক শিবির। কাল শ্রেষ্ঠত্ব অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

৭ দিনব্যাপী এই টুর্নামেন্টের মঞ্চ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। যেখানে ‘এ’ গ্রুপে গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালদ্বীপ ও নেপাল। কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানকে নিয়ে গঠিত হয়েছে ‘বি’ গ্রুপ।

২০১৬ সালে হওয়া প্রথম আসরে কিরগিজস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশ দলের কোচ ছিলেন আলি পোর আরোজি। কাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে ইরানি কোচ জানালেন আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলের লক্ষ্যের কথা। তিনি বলেছেন, ‘আমাদের এই দলও গতবারের মতোই। তবে একটা বিষয় মনে রাখতে হবে, মাঝের সময়টাতে আমাদের চেয়ে বাকিরা বেশি প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি ম্যাচও খেলেছে। মালদ্বীপ থাইল্যান্ডে গেছে, নেপাল গিয়েছিল ডেনমার্কে প্রস্তুতি নিতে। সবাই আরো ওপরে ওঠার লক্ষ্য নিয়ে এগিয়েছে। আমরা সে তুলনায় সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। এ দিকটায় কিছুটা ঘাটতি রয়েছে আমাদের।’

বাংলাদেশ কোচ তবু আশাবাদী। স্বপ্ন দেখছেন শিরোপা ধরে রাখার। তবে কাজটা যে সহজ হবে না পোর আরোজি সেটাও বলছেন, ‘আমরা আশবাদী। গতবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হব। কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল রয়েছে। তাই আমার মনে হচ্ছে, বাকিরা উন্নতি করায় আমাদের শিরোপা ধরে রাখাটা কঠিন হবে এবার।’

অধিনায়ক হরসিত বিশ্বাসের মনে হচ্ছে, গতবারের চেয়ে এবারের দলটা আরো ভালো। মুকুট ধরে রাখার প্রশ্নে তাই তিনি আরো বেশি আত্মবিশ্বাসী। বলেছেন, ‘আমাদের এই দলটাকে এগিয়ে নেওয়ার জন্য ফেডারেশন অনেক সহযোগিতা করেছে। গতবারের চেয়ে আমাদের এই দলটা আরো ভালো। প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করি, আমরা এবারও চ্যাম্পিয়ন হব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist