ক্রীড়া ডেস্ক

  ০৭ মার্চ, ২০১৮

ওয়ার্নার-ডি কক দ্বন্দ্ব

তদন্তে নামল আইসিসি

ডারবান টেস্টে অস্ট্রেলিয়া ১১৮ রানে জিতলেও দলের জয় উৎসব প্রায় ফিকে করে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের বিরতির এক ফাঁকে সাজঘরের সিঁড়িতে প্রতিপক্ষ ক্রিকেটার কুইন্টন ডি ককের সঙ্গে বিত-ায় জড়িয়ে পড়েন অজি সহ-অধিনায়ক। এই ঘটনার ভিডিওটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সেটা আইসিসিরও চোখে পড়েছে। ভিডিওতে দেখা চা বিরতির সময় সাজঘরের সিঁড়িতে ওয়ার্নার প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডি কককের ওপর চড়াও হন। তখন দলের সবাই ওয়ার্নারকে আটকানোর চেষ্টা করেন। ডি কক অস্ট্রেলিয়ান ওপেনারের স্ত্রীকে গালাগাল করেন এমন অভিযোগও ওঠে। অভিযোগকারী ওয়ার্নরা নিজেই। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে ডি কক নাকি আগে ওয়ার্নারকে গালি দিয়েছেন। পরে ইটের জবাবে পাটকেল নিক্ষেপ করেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য সতীর্থের পক্ষ নিয়েছেন। স্মিথ দাবি করে বলেছেন, ‘ডি কক প্রথমে ওয়ার্নারকে গালি দেয়। যা শুনে ওয়ার্নার নিজেকে সামলাতে পারেননি। তবে এই ঘটনা দুই দেশের জন্যই লজ্জাজনক।’

অবশ্য গালাগালের শুরু যেই করুক না কেন ভদ্রলোকের খেলা ক্রিকেটে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। পরশু ডারবানে প্রকৃতপক্ষে কী হয়েছে? এটা নিশ্চিত হতে শেষ পর্যন্ত আইসিসিও তদন্তে নেমে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist