ক্রীড়া ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ফেদেরারের ৯৭তম শিরোপা

ক’দিন আগেই সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রজার ফেদেরার। রটাডারডাম ওপেনের সেমিফাইনালে উঠেই অনন্য এই রেকর্ডটা গড়েছিলেন সুইস মহাতারকা। এই টুর্নামেন্টের শিরোপা জিতে আনন্দের ষোলোকলা পূর্ণ করলেন ফেদেরার। সুইস সুপারস্টার জিতে নিলেন ক্যারিয়ারের ৯৭তম শিরোপা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ট্রফির শতক হাঁকাতে ফেদেরারের দরকার আর মাত্র ৩টি শিরোপা।

পরশু অনুষ্ঠিত একপেশে ফাইনালে ৩৬ বছর বয়সী ফেদেরার দ্বিতীয় বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার, জিতেছেন ৬-২, ৬-২ গেমে। মাত্র ৫৫ মিনিটে দিমিত্রভকে উড়িয়ে দিয়েছেন ফেদেরার।

আধুনিক যুগে সবচেয়ে বেশি ১০৯ শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। তাকে ছাড়িয়ে যেতে অবশ্য আরো অনেক দূর যেতে হবে ফেদেরারকে। তবে রটারডাম ওপেনে জিতে দূরত্বটা কমানোর ইচ্ছে ছিল না তার। সেমিফাইনাল পর্যন্ত যাওয়াই ছিল ফেডেক্সের লক্ষ্য। কিন্তু পরে দেখলেন মেঘ না চাইতেই বৃষ্টি হাজির। ফেদেরার উচ্ছ্বসিত হবে এটাই তো স্বাভাবিক।

সুইস মহাতারকা বলেছেন, ‘আমার লক্ষ্য ছিল সেমিফাইনাল নিশ্চিত করা। কিন্তু সব মিলিয়ে সব কিছুই আমি অর্জন করেছি। সত্যিকার অর্থেই আমি দারুণ খুশি।’

২০১২ সালের অক্টোবরে সর্বশেষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা দখল করেছিলেন ফেদেরার। কুড়িটি গ্র্যান্ড স্লামের মালিক চলতি বছর দুটি টুর্নামেন্টে অংশ নিয়ে দুটিতেই শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। গত সোমবার প্রকাশিত নতুন এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান দখলের কৃতিত্ব দেখিয়েছেন ফেদেরার। সাম্প্রতিককালে যে ছন্দে আছেন ফেদেরার সেটা অব্যাহত থাকলে আরো অনেকদিনই রাজত্ব করবেন তিনি। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের তারকা আন্দ্রে আগাসী ৩৩ বছর বয়সে শীর্ষস্থানে উঠে এত দিন পর্যন্ত এই তালিকায় শীর্ষে ছিলেন। ২০০৫ ও ২০১২ সালের পরে এই নিয়ে তৃতীয়বারের মতো রটারডামের শিরোপা জিতলেন ফেদেরার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist