ক্রীড়া ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০১৮

আবারও মাঠের বাইরে নেইমার

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের। পাঁজরের পর এবার ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শনিবার অনুশীলনের সময় ঊরুর মাংসপেশিতে ব্যথা অনুভব করলে চিকিৎসকদের পরামর্শে ট্রেনিং ক্যাম্প ছাড়েন তিনি। ফলে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে কাল চোটাক্রান্ত তারকাকে ছাড়াই খেলতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।

পাঁজরের চোটে গেল সপ্তাহে নঁতের বিপক্ষে মাঠে নামা হয়নি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের। পরের ম্যাচে দিঁজোর বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, সেই শঙ্কাও ছিল। তবে শঙ্কা কাটিয়ে কেবল মাঠেই নামেননি, একাই করেছেন চারটি গোল। দুর্ধর্ষ-দুর্দমনীয় পারফরমেন্সে দিঁজোকে ধ্বংসস্তূপে পরিণত করে প্যারিসিয়ান্সদের উপহার দেন ৮-০ গোলের দাপুটে এক জয়। কিন্তু পরের ম্যাচেই শক্তিশালী লিঁওর বিপক্ষে দর্শক হয়ে কাটাতে হলো ব্রাজিল ফুটবলের পোস্টারবয়কে। পিএসজির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছিল লিঁও।

এদিকে নেইমারের পাশাপাশি রোববার রাতের ম্যাচে ছিলেন না থিয়াগো মোতা, লুকাস মোরার মতো পরীক্ষিত সেনারাও। তবে শাস্তি কাটিয়ে পিএসজি শিবিরে ফেরেন হ্যাভিয়ের পাস্তোরে। নেইমারের অনুপস্থিতিতে এডিনসন কাভানি-কিলিয়ান এমবাপ্পে-ডি মারিয়াদের সঙ্গে কাল শুরুর একাদশে ছিলেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist