আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৯

কিছু সেনা সিরিয়ায় রাখার চিন্তা করছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাদের ইরাকে নেওয়া হলেও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তেল পাহারা দেওয়ার জন্য কিছু সেনা রেখে দেওয়ার চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র। তেল যাতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে না পড়ে সে জন্য তেলক্ষেত্রগুলোর কাছে কুর্দি নেতৃত্বাধীন ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) যোদ্ধাদের পাশাপাশি কিছু মার্কিন সেনা রেখে দেওয়া হতে পারে। পেন্টাগন এমন চিন্তাভাবনাই করছে বলে গত সোমবার জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর তারা এরই মধ্যে সীমান্ত পার হয়ে ইরাকে প্রবেশ করতে শুরু করেছে। গত সোমবার দিনের শুরুতেই ইরাকে ঢুকেছে ১০০টিরও বেশি সেনাযান। আফগানিস্তান ভ্রমণে গিয়ে এসপার সাংবাদিকদের বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার পাশাপাশি এখনো কিছু সেনা মিত্রবাহিনী এসডিএফের সঙ্গে তেলক্ষেত্রগুলোর কাছে অবস্থান করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close