আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

সুচিকে ট্রুডোর চিঠি

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিন

রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে অং সান সু চিকে সোমবার চিঠি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে জাস্টিন ফোনেও সু চিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার, নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছিলেন।

কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, চিঠিতে ট্রুডো দ্রুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং সেই সঙ্গে রোহিঙ্গাদের দেশে ফিরে নেওয়া, তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দেওয়ার দৃঢ় আহ্বান জানান। তিনি চিঠিতে আরো লেখেন, ‘আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। তার পরও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের মুখে আপনার ক্রমাগত নীরবতা আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। তাই অনুরোধ, মানবাধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়ান এবং মিয়ানমারকে একটি জাতিগত বিভক্তি থেকে রক্ষা করেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist