নিজস্ব প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

টিআইবির বুলি বিদেশিদের শেখানো

ডেপুটি স্পিকার

টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘কিছুদিন আগে গবেষণা প্রতিষ্ঠানটি সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। এর গবেষকরা তাদের মতো করে কথা বলে। তাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো তাদের মাথায় হাত পড়বে।’ কোরাম সংকটসহ সার্বিক বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ২৮ আগস্ট দশম জাতীয় সংসদের ওপর যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার সমালোচনা করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস, প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সংসদের আইপিডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক। ফজলে রাব্বী মিয়া আরো বলেন, ‘বিদেশিরা যেভাবে বুলি শিখিয়ে দেয়, টিআইবি সেভাবে তা আওড়ায়। আমরা সেভাবে করি না। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাস করি। এটা কারো দয়ার টাকা নিয়ে নয়। জনগণের টাকায়, তাদের রায় নিয়ে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদুল হক খান, আরোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল, কাজী কানিজ সুলতানা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close