নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০১৯

ডেঙ্গু টেস্ট কিটে আমদানি শুল্ক ও ভ্যাট অব্যাহতি

ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু জ্বরের টেস্ট কিট ও রিএজেন্ট আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডেঙ্গুর উপকরণ আমদানিকারকদের এই সুযোগ দেয়া হয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। একই সঙ্গে উল্লিখিত পণ্যগুলো ওষুধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত পরিমাণ আমদানিতে এই সুবিধা কার্যকর হবে। তবে আমদানিকৃত পণ্যগুলো মানসম্মত কি না তা ওষুধ প্রশাসন অধিদফতরকে নিয়মিত মনিটরিং করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close