নিজস্ব প্রতিবেদক

  ২২ মার্চ, ২০১৯

জাতিসংঘ শিক্ষা সম্মেলনে প্রথম বাংলাদেশি স্কুলশিক্ষার্থী

জাতিসংঘ শিক্ষা সম্মেলনে প্রথম বাংলাদেশি বালিকা হিসেবে যোগ দিতে যাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) ক্ষুদে শিক্ষার্থী স্বস্তিকা গার্গি চক্রবর্তী। সে ড্যাফোডিলের ইংরেজি মাধ্যমের পঞ্চম গ্রেডে পড়ছে। প্রতি বছরের মতো এবারও ২৮ থেকে ৩০ মার্চ জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল ক্লাসরুম ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস প্রোগ্রাম (জিসিআইমুন)’ শীর্ষক এ সম্মেলন। সম্মেলনটিতে স্বস্তিকা গার্গি ‘মধ্যম পর্যায়’ ক্যাটাগরিতে (পঞ্চম শ্রেণি-অষ্টম শ্রেণি) প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সুপ্রিয় কুমার চক্রবর্তী ও অনুসূয়া চক্রবর্তী দম্পতির একমাত্র মেয়ে স্বস্তিকা গার্গি চক্রবর্তী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলে, ‘আমি অত্যন্ত খুশি অনুভব করছি। জাতিসংঘে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। বিশ্বের ২৮টি দেশের ৫০ হাজার উচ্চবিদ্যালয় ও ২৫০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০০০ শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছে। জিসিআইমুন লেবানিস আমেরিকান ইউনিভার্সিটির একটি কার্যক্রম যেটি ১৫ বছর ধরে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা (ইউএনএ-এইএসএ) পরিচালনা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close