নিজস্ব প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০১৮

প্রতারককে খুঁজছে পুলিশ

চোখের পলকে হাওয়া পৌনে ২ লাখ টাকা!

ঢাকায় ডাক বিভাগের প্রধান দফতরে (জিপিও) ভয়াবহ ও অভিনব প্রতারণার শিকার হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী। ওই নারীর কাছ থেকে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। ঘটনাটি গত আগস্ট মাসের হলেও সম্প্রতি সিসিটিভির ফুটেজ দেখে প্রতারককে শনাক্ত করে পুলিশ। আবার সেই প্রতারককে ধরিয়ে দিতে গতকাল সোমবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। অজ্ঞাত পরিচয়ের ওই প্রতারক ব্যক্তির ছবি প্রকাশ করে ডিএমপি জানিয়েছে, উল্লিখিত ব্যক্তির কোনো পরিচয় কিংবা সংবাদ পাওয়া গেলে পল্টন মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, গত ১৬ আগস্ট সুরাইয়া খান নামে এক নারী বাদী হয়ে আমাদের থানায় একটি মামলা করেন। ওই নারীর মা সৌদি প্রবাসী। তার মায়ের নামে জিপিওতে (জেনারেল পোস্ট অফিস) তিন বছরমেয়াদি একটি অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে ১ লাখ ৭০ হাজার টাকা জমা দেওয়ার সময় সিসি ফুটেজের লাল শার্ট পরিহিত ব্যক্তি টাকা হাতিয়ে পালিয়ে যায়।

মামলায় উল্লেখ করা হয়, বাদী সুরাইয়ার মায়ের নামে জিপিওতে অ্যাকাউন্ট আছে। সেখানে টাকা জমা করতে গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় তার মা ও বড় ভাই সাব্বিরকে নিয়ে জিপিওতে আসেন। তার মা কাউন্টারের ভেতরে সুদিস বাবুর কাছে গিয়ে টাকা জমার বিষয়টি জানান। সুদিস বাবু অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর লাল শার্ট পরিহিত অজ্ঞাত এক লোক সুরাইয়াকে ৩৬ নম্বর কাউন্টারে টাকা জমা দিতে বলেন। পরে তারা সে কাউন্টারে গেলে লোকটি তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে সুদিস বাবুর কাছ থেকে রিসিপ্ট বুঝে নেওয়ার জন্য বলেন। এ কথা বলেই সে কাউন্টার থেকে বের হয়ে চলে যেতে থাকেন। এ সময় ভুক্তভোগীরা অনেক ডাকাডাকি, চিৎকার চেঁচামেচি করেও অজ্ঞাতনামা লোকটিকে ধরতে পারেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close